ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

হাদি হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ

হাদি হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ

ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছাত্র-জনতা রাস্তায় নেমে আসে এবং শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।

এ সময় ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী দোসরদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারীরা অবিলম্বে হাদির হত্যাকারীকে ভারত থেকে ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিতের দাবি জানান।

বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুনতাছির মেহেদী হাসান, ইয়াসির আরাফাত ইশান, জুবায়ের আল ইসলাম সিজানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলার সবকয়টি উপজেলার বিভিন্ন স্থানে হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

এদিকে জেলা উপজেলা শহরসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

হাদি হত্যা,সিরাজগঞ্জ,ছাত্র-জনতা,বিক্ষোভ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত