ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কুড়িগ্রামে ছাত্র ইউনিয়নের শীতকালীন শিক্ষা ক্যাম্প

কুড়িগ্রামে ছাত্র ইউনিয়নের শীতকালীন শিক্ষা ক্যাম্প

শনিবার ২০ জানুয়ারি’২৫ সকাল ১০টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে তিস্তা নদীর চরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের ২ দিনব্যাপী শীতকালীন শিক্ষা ক্যাম্প শুরু হয়েছে।

জাতীয় সঙ্গীত ও ছাত্র ইউনিয়ন সঙ্গীতের মধ্য দিয়ে এ শিক্ষা ক্যাম্পের উদ্বোধনী আয়োজন শুরু হয়।

শিক্ষা ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সাবেক সভাপতি মাহফুজার রহমান রাজু। ক্যাম্পের শিক্ষার্থীদের ছাত্র ইউনিয়নের শপথবাক্য পাঠ করান ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি রিদওয়ান পর্ব।

ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে অংশ নিয়েছেন ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সাবেক সভাপতি কবি সাম্য রাইয়ান, কুড়িগ্রাম জেলা সংসদের সাবেক সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক এবং রংপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক আবির ইয়ামান।

২ দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষা ক্যাম্পে সেমিনার, পাঠচক্র, শারীরিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, নৌকাভ্রমণ ও ক্যাম্পফায়ারের আয়োজন রাখা হয়েছে।

এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজন পরিবেশন করবে সাংস্কৃতিক ইউনিয়ন, কুড়িগ্রাম।

শীতকালীন শিক্ষা ক্যাম্প,ছাত্র ইউনিয়ন,কুড়িগ্রাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত