
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ৩৭টি পরিবারের মাঝে এক কোটি ৭৩ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে আজ দুপুরে ২০২৫ সালে জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদানের এ চেক তুলে দেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহম্মেদ।
কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান।
কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরটিএ চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মাসুদ আলম, কক্সবাজার সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী, সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, সহকারী সিভিল সার্জন ডা. মহিউদ্দীন মো. আলমগীর, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহাবুবুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ আহত ও নিহত পরিবারের স্বজনরা।
বিআরটিএ জানিয়েছে, অনুদানপ্রাপ্তদের মধ্যে যাত্রী, পথচারী, চালক ও চালকের সহকারীর পরিবারের সদস্যরা রয়েছেন। দুর্ঘটনায় আহত পরিবারের সদস্যদের সর্বনিম্ন এক লাখ থেকে সর্বোচ্চ তিন লাখ টাকা এবং নিহত পরিবারের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, সর্বশেষ গত ৫ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালীর ঢালায় মারছা পরিবহন ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কুমিল্লার চৌদ্দগ্রামের ফারজানা মজুমদার, রুমেনা বেগম ওরফে রুমি, সাদিয়া হক, ফারহানা মজুমদার ও রিজোয়ানা ইসলাম নিহত হন।
এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। নিহত ছয় পরিবারের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কর্তৃপক্ষ কাজ করছে।
অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহম্মেদ বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক দায়িত্ব। এই আর্থিক সহায়তা তাদের চিকিৎসা ও পুনর্বাসনে সহায়ক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।