ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা

বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা

ভোলার বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মো. হারুন (৫৫) নামের এক বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে উপজেলার তেঁতুলিয়া নদী থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ভোলা সদর উপজেলার বাপ্তা এলাকার সুলতান আহমদের ছেলে।

উপজেলা ভূমি কর্মকর্তা এম. এ. রেজমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তেঁতুলিয়া নদীর অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় একটি ড্রেজারসহ তাকে আটক করা হয়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

এ সময় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

দেড় লাখ টাকা জরিমানা,অবৈধ বালু উত্তোলন,বোরহানউদ্দিন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত