ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরি, তদন্ত শুরু

সিরাজগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরি, তদন্ত শুরু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাগানবাড়ি গ্রামে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বাগানবাড়ি গ্রামের মালয়েশিয়া প্রবাসী বুলবুল হোসেনের বাড়িতে তার স্ত্রী তাজমল খাতুন একাই থাকতো দীর্ঘদিন ধরে। রোববার গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা ঘরের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা আলমারির তালা ভেঙে নগদ ৫২ হাজার টাকা, স্বর্ণালংকার, এলইডি টিভি, মোবাইল ফোনসহ উল্লেখিত টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। চোরেরা ঘটনার সময় একটি চাপাতি ও কয়েকটি লোহার রড ফেলে গেছে। এ সংবাদে সোমবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম (রায়গঞ্জ সার্কেল) ও অন্যান্য পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চোরদের ফেলে যাওয়া চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যেই এ মামলার তদন্ত শরু করেছে।

এদিকে নভেম্বর মাসের প্রথম দিকে একই বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছিল। এ কারণে ওই পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সিরাজগঞ্জ,প্রবাসী,চুরি,তদন্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত