
পাবনার ঈশ্বরদীতে ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করাসহ ৮ দফা দাবি আদায়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে পর্ব সমাপনী পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা পৌর শহরের ব্যস্ততম রেলগেট এলাকায় দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত এবং স্টেশন রোডের প্রেসক্লাবের সামনে দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত সড়ক অবরোধ করেন।
রেলগেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে সড়কের দুই পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়। শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা ‘কৃষির সৈনিক এক হও, খামার বাড়ির সিন্ডিকেট ভেঙে দাও’, ‘উচ্চ শিক্ষার অধিকার দিতে হবে’সহ নানা স্লোগানে রেলগেট এলাকা উত্তাল করে তোলেন।
শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করাসহ আট দফা দাবিতে আন্দোলন করছেন তারা। এ বিষয়ে কৃষি উপদেষ্টা আশ্বাস দিলেও তার কোনো বাস্তবায়ন হয়নি।
তারা আরও বলেন, আমরা আর আশায় থাকতে চাই না। আমাদের দাবিগুলো প্রজ্ঞাপন আকারে না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আন্দোলন চালিয়ে যাব।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার শিক্ষার্থীদের বলেন, আমি নিজেও একজন কৃষিবিদ। আপনাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।
আমার জানা মতে, ৮ দফা দাবিটি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে রয়েছে। আপনারা সড়কে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করুন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না।
পরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান তিনি। দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মতলেবুর রহমান বলেন, শিক্ষার্থীদের ৮ দফা দাবি নিয়ে দেশের ১৮টি সরকারি কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটে এ আন্দোলন চলছে। শিক্ষার্থীদের এই দাবি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
উল্লেখ্য, সারা দেশের মতো গত পাঁচ দিন ধরে ৮ দফা দাবিতে ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।