ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

হ্যাডলির ৪০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ডাফি

হ্যাডলির ৪০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ডাফি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি। মাউন্ট মঙ্গানুইয়ে আজ পাঁচ উইকেট শিকার করে ক্যারিবীয়দের গুঁড়িয়ে দেন তিনি।

এই ম্যাচেই সিরিজসেরা হওয়ার পথে ৩১ বছর বয়সী এই পেসার ভেঙেছেন নিউজিল্যান্ড ক্রিকেটের ৪০ বছরের পুরোনো এক ঐতিহাসিক রেকর্ড।

আন্তর্জাতিক ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন ডাফির দখলে। চলতি বছরে তিন সংস্করণ মিলিয়ে ৩৬ ম্যাচে ১৭.১১ গড়ে তিনি নিয়েছেন মোট ৮১ উইকেট।

এর আগে ১৯৮৫ সালে নিউজিল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার রিচার্ড হ্যাডলি ২৩ ম্যাচে ৭৯ উইকেট নিয়ে এতদিন রেকর্ডটি ধরে রেখেছিলেন।

চলতি বছরের আগস্টে টেস্ট অভিষেক হওয়া ডাফি ২০২৫ সালে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন। মাত্র চারটি টেস্ট খেলেই তিনি শিকার করেছেন ২৫ উইকেট, যেখানে তিনবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন।

একই বছরে খেলা ১১টি ওয়ানডেতে ২১ উইকেট এবং ২১টি টি-টোয়েন্টিতে ৩৫ উইকেট নিয়েছেন এই কিউই পেসার।

অন্যদিকে, রিচার্ড হ্যাডলি ১৯৮৫ সালে ১০টি টেস্টে ৬৪ উইকেট নিয়েছিলেন। ওই বছর ১৩টি ওয়ানডে খেলে তার সংগ্রহ ছিল ১৫ উইকেট।

তবে এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড থেকে এখনও অনেক দূরে আছেন ডাফি। ২০০১ সালে শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন ৪৫ ম্যাচে ১৩৬ উইকেট শিকার করে এই রেকর্ড গড়েছিলেন।

একই খেলোয়াড় ২০০৬ সালে ৪০ ম্যাচে নিয়েছিলেন ১২৮ উইকেট। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার শেন ওয়ার্ন, যিনি ১৯৯৪ সালে ৩৯ ম্যাচে ১২০ উইকেট নিয়েছিলেন।

বাংলাদেশের কোনো বোলার এখনো এক পঞ্জিকাবর্ষে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারেননি। সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে সাকিব আল হাসানের, যিনি ২০১০ সালে ৭৭ উইকেট নিয়েছিলেন।

ডাফি,পুরোনো রেকর্ড,৪০ বছর,হ্যাডলি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত