ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজারের ৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ৯ জন

কক্সবাজারের ৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ৯ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কক্সবাজার জেলায় ৪টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র-সহ নয়জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এদের মধ্যে বিএনপির ৪ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ৪ জন ও ১ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে সোমবার বিকাল ৩টা পর্যন্ত এসব মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে বলে জানান, কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. আব্দুল মান্নান।

তিনি জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের পাশাপাশ উপজেলা পর্যায়ে সহকারি রিটার্নিং অফিসারের (ইউএনও কার্যালয়) কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহের সুযোগ রয়েছে। সোমবার বিকাল ৩ টা পর্যন্ত দলীয় ও স্বতন্ত্র সহ মোট ৯ জন প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এদের মধ্যে কক্সবাজার-১ আসন (চকরিয়া-পেকুয়া) থেকে সালাহউদ্দিন আহমদ (বিএনপি), সরওয়ার আলম কুতুবী (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন) ও সাইফুল ইসলাম (স্বতন্ত্র), কক্সবাজার-০২ আসন (মহেশখালী-কুতুবদিয়া) আসন থেকে জিয়াউল হক (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন), কক্সবাজার-০৩ আসন (সদর, রামু ও ঈদগাঁও) থেকে লুৎফুর রহমান কাজল (বিএনপি) ও আমিরুল ইসলাম (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন) এবং কক্সবাজার-০৪ আসন (উখিয়া-টেকনাফ) থেকে শাহজাহান চৌধুরী (বিএনপি), ⁠মোহাম্মদ আব্দুল্লাহ (বিএনপি) ও ⁠নুরুল হক (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন) মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

মনোনয়ন পত্র সংগ্রহকারীদের মধ্যে কক্সবাজার-০৪ আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে শাহজাহান চৌধুরীর নাম ঘোষণা করা হলেও প্রার্থিতা চেয়ে নানা প্রতিবাদ কর্মসূচী পালন করে আসছিলেন জেলা বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল্লাহর কর্মী-সমর্থকরা। রোববার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মোহাম্মদ আব্দুল্লাহর কর্মি-সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

কক্সবাজার,মনোনয়ন পত্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত