
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর সাউদটলার চর এলাকায় ঘোড়া জবাইয়ের পর মাংস বিক্রির প্রক্রিয়াজাত করার অপরাধে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
তারা হলেন— বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জাইদুল ও গাজীপুরের কোনাবাড়ী পেয়ারা বাগান এলাকার মৃত আবুর ছেলে তারেক।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এ জরিমানা করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই দুই ব্যবসায়ী কুড়িগ্রাম থেকে ঘোড়া কিনে আনে এবং ওই চরে জবাই করে সেই মাংস ঢাকায় নিয়ে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে একই এলাকার মেঘাই ২ নম্বর নৌকাঘাট এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে ৭ বস্তা ঘোড়ার মাংস উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করা হয় এবং জব্দ করা ঘোড়ার মাংস জনসম্মুখে মাটিতে পুঁতে রাখার নির্দেশ দেওয়া হয়।