ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন: ঠাকুরগাঁওয়ে আটক ২

নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন: ঠাকুরগাঁওয়ে আটক ২

জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে ঠাকুরগাঁওয়ে ২ ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ঠাকুরগাঁও সরকারী কলেজ নিয়োগ পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন— ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ ঠাকুরগাঁও গ্রামের আনসারুলের ছেলে আসাদ আল (২৫) এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার শুকদেবপুর গ্রামের মাইজুদ্দিনের ছেলে নুর আলম (৩৫)।

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের আওতাধীন ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২১ এর আলোকে রাজস্ব প্রশাসনের আওতায় উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস সমূহের জন্য বিভিন্ন পদে জনবল নিয়োগের নিমিত্তে ৬টি কেন্দ্রে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে একজনকে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের অপরাধে এবং অপরজনকে প্রক্সি দেওয়ার অভিযোগে আটক করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে তাদের আটক করা হয়। আটককৃতদের ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নিয়োগ পরীক্ষা,অসদুপায়,ঠাকুরগাঁও,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত