ঢাকা রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

আজ রোববার (২৮ ডিসেম্বর) কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

নিকলী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃদু শৈত্যপ্রবাহ বইছে কিশোরগঞ্জে। দেখা মিলেনি সূর্যের। গত কয়েকদিন ধরেই টানা মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন।

অতিরিক্ত ঠান্ডা সবচেয়ে বেশি প্রভাব পরেছে নিম্ন আয়ের মানুষের মাঝে। দৈনন্দিন কাজে যেতে না পেরে মানবেতর জীবযাপন করছেন তারা।

শীতের বিরূপ প্রভাব পড়ছে কৃষি খাতেও। বিশেষ করে বোরো মৌসুমের শুরুতে অতিরিক্ত ঠান্ডার কারণে ধানের চারা নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

তাপমাত্রা,কিশোরগঞ্জ,শৈত্যপ্রবাহ,শীত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত