ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের শোক

বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি)-এর নেতৃবৃন্দ।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী সাধারণ সম্পাদক এসএম জাফর এক শোক বিবৃতিতে জানান, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের একজন আপোষহীন নেতা। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনার প্রতীক এবং একজন সাহসী নারী নেতৃত্বের উদাহরণ।

শোকবার্তায় উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক জীবন বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

শোকবার্তায় আরও বলা হয়, বেগম খালেদা জিয়ার মতো একজন অভিজ্ঞ ও ত্যাগী রাজনীতিকের অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

খালেদা জিয়া,সাংবাদিক ইউনিয়ন,কক্সবাজার,শোক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত