
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যােগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় চবি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বাদ জোহর বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।
গায়েবানা জানাজা নামাজের পূর্বে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, বেগম খালেদা জিয়া গণমানুষের নেত্রী ছিলেন। আমাদের অনেক শিক্ষার্থী জানাজায় যেতে পারেনি, এজন্য আমরা এ গায়েবানা জানাজা নামাজের আয়োজন করেছি। সব মানুষ যাকে ভালোবাসে আল্লাহ নিশ্চয় তাকে ক্ষমা করবেন। আমরা দোয়া করি, আপনারাও সবাই খাস দিলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চবি অনুষদসমূহের ডিন, চবি রেজিস্ট্রার, হলসমূহের প্রভোস্ট ও আবাসিক শিক্ষক, চবি প্রক্টর ও সহকারী প্রক্টর, কলেজ পরিদর্শক, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন দপ্তরের প্রশাসক, বিভিন্ন বিভাগ-ইনস্টিটিউটের সভাপতি ও পরিচালক, শিক্ষক, চাকসুর ভিপি ও জিএসসহ অন্যান্য প্রতিনিধি, হল সংসদসমূহের প্রতিনিধি, শিক্ষার্থী, চবি কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের জনগণ।
দোয়া, মোনাজাত ও গায়েবানা জানাজা নামাজ পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।