ঢাকা শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মন্দিরে দুর্ধর্ষ চুরি, পুলিশের তদন্ত শুরু

সিরাজগঞ্জে মন্দিরে দুর্ধর্ষ চুরি, পুলিশের তদন্ত শুরু

সিরাজগঞ্জে তাড়াশ পৌর এলাকার পূর্ব সোলাপাড়া মহল্লার একটি মন্দিরে দুর্দর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দানবাক্সের তালা ভেঙে টাকাসহ বেশ কিছু মালামাল নিয়ে যায়। এ ঘটনায় মন্দিরপাড়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার রাতে চোরেরা ওই মন্দিরে বিশেষ কৌশলে প্রবেশ করে এবং মন্দিরের দানবাক্সের তালা ভেঙে নগদ টাকা ও থালা-বাসনসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে।

তবে দানবাক্স থেকে কত টাকা নেওয়া হয়েছে, সে তথ্য এখনও জানা যায়নি।

শুক্রবার সকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধ্যেই এ ঘটনায় পুলিশের বিশেষ তদন্ত শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জে মন্দিরে দুর্দর্ষ চুরি, পুলিশের তদন্ত শুরু,পুলিশের তদন্ত শুরু,দুর্ধর্ষ চুরি,সিরাজগঞ্জে মন্দির
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত