ঢাকা রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মতলব উত্তরে বিশেষ চেকপোস্ট বসিয়ে পুলিশের অভিযান

মতলব উত্তরে বিশেষ চেকপোস্ট বসিয়ে পুলিশের অভিযান

সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে মতলব উত্তর থানা পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার আমিরাবাদ বাজার এলাকায় ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়।

অভিযানকালে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হয়। পুলিশ জানায়, এই কার্যক্রমের মাধ্যমে অপরাধ দমন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত এবং সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের এ ধরনের চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে। অবৈধ অস্ত্র, মাদক ও ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়ে আমরা কোনো ছাড় দিচ্ছি না।

তিনি আরও বলেন, জনস্বার্থে ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান।

অভিযানে মতলব উত্তর থানার এসআই মো. জাফর, এসআই দেলোয়ার হোসেন, এসআই মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিতভাবে এ ধরনের অভিযান ও তল্লাশি কার্যক্রম চলমান থাকবে।

পুলিশের অভিযান,বিশেষ চেকপোস্ট,মতলব উত্তর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত