ঢাকা রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

‘আনসার সদস্যরা জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম’

‘আনসার সদস্যরা জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম’

থানা ও উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ কোর্সের (৮ম ধাপ) সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কম্যান্ডান্ট, আনসার ও ভিডিপি বিউটি আক্তার।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠিত ও সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালনের জন্য দেশপ্রেম, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস অত্যন্ত জরুরি। এসব গুণাবলি অর্জনের মাধ্যমে আনসার সদস্যরা জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই প্রশিক্ষণ বিশেষ ভূমিকা পালন করবে।

প্রশিক্ষণের মাধ্যমে আনসার সদস্যদের আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ সমাপনী সনদ তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

ভূমিকা রাখতে সক্ষম,গুরুত্বপূর্ণ ভূমিকা,জাতীয় জীবন,আনসার সদস্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত