
থানা ও উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ কোর্সের (৮ম ধাপ) সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কম্যান্ডান্ট, আনসার ও ভিডিপি বিউটি আক্তার।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠিত ও সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালনের জন্য দেশপ্রেম, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস অত্যন্ত জরুরি। এসব গুণাবলি অর্জনের মাধ্যমে আনসার সদস্যরা জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই প্রশিক্ষণ বিশেষ ভূমিকা পালন করবে।
প্রশিক্ষণের মাধ্যমে আনসার সদস্যদের আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ সমাপনী সনদ তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।