
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের কারণে পরীক্ষা বাতিলসহ ৫ দফা দাবিতে সোমবার গাইবান্ধা শহরের ডিবি রোড কাচারী বাজার এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজ এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন শিক্ষক আবুল বাশার, তাজুল ইসলাম তমাল, শিক্ষার্থী সাগর মিয়া, মোতাকাব্বির প্রামানিক, মোছা. আশা খাতুন, মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে দ্রুত সময়ের মধ্যে নতুন করে পরীক্ষা নিতে হবে। সেই সঙ্গে সকল চাকরির পরীক্ষা ঢাকায় নেওয়া এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার রাখার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, একটি স্বতন্ত্র কমিটি গঠন করে তার আওতায় সকল পরীক্ষা নিতে হবে এবং একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা নেওয়া যাবে না। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিগত বছরগুলোতে পরীক্ষার প্রশ্নফাঁসের রেকর্ড রয়েছে, তাদের কোনোভাবেই প্রশ্ন প্রণয়নের দায়িত্ব দেওয়া যাবে না বলেও দাবি জানান তারা।
তারা বলেন, যদি কোনো কারণে প্রশ্নফাঁস হওয়ার তথ্য প্রমাণিত হয়, তাহলে এর সঙ্গে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে।