ঢাকা সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে স্পিরিট পানে ২ মাদকসেবীর মৃত্যু, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুরে স্পিরিট পানে ২ মাদকসেবীর মৃত্যু, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুরে রেকটিফায়েড স্পিরিট পান করে দুইজন মাদকসেবীর মৃত্যু হয়েছে। এ সময় মাদক ব্যবসার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে রংপুরের বদরগঞ্জে গোপালপুর ইউনিয়নের বসন্তপুর ও পূর্ব শিবপুর গ্রাম থেকে মৃত দুই মাদকসেবীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বদরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জাহিদ হোসেন সরকার জানান, গত শনিবার দিবাগত মধ্যরাতে শ্যামপুরহাট এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জয়নুল আবেদীনের বাড়িতে রেক্টিফাইড স্পিরিট মদ পান করেন গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের পুত্র আলমগীর হোসেন ও পূর্ব শিবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র সোহেল মিয়া-সহ কয়েকজন মাদকসেবী। মাদক সেবনের পরপরই অসুস্থ হয়ে পড়েন তারা। ঘটনাস্থলেই মারা যান আলমগীর হোসেন ও সোহেল মিয়া। তাদেরকে নিজ বাড়িতে নিয়ে গোপনে দাফনের চেষ্টা করা হয়। অসুস্থ অন্যান্যরা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন কঠোর গোপনীয়তায়।

পুলিশের এই কর্মকর্তা জানান, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করে মাদক ব্যবসায়ী জয়নুল-সহ স্থানীয় মাদক সিন্ডিকেট। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যায় পুলিশ। মৃত আলমগীর ও সোহেল মিয়ার লাশ উদ্ধার করে দুপুর আড়াইটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। এ সময় মাদক ব্যবসায়ী জয়নুল আবেদীনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জয়নাল এলাকায় দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত।

এ ঘটনায় মাদক আইনে মামলা হবে বলেও জানান ওসি।

রংপুর,স্পিরিট,মাদকসেবী,মৃত্যু,মাদক ব্যবসায়ী,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত