ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে আধারা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চিতলিয়া বাজার সংলগ্ন একটি মাঠে এ কর্মসূচি পালন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারের সদস্যদের জন্য মোনাজাত করেন।

আধারা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডা. নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম, সুলতান আহমদ, বাবুল সরকার, মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক সরকার, যুবদল নেতা ফারুক মিজি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য আল আরাফ, মুন্সীগঞ্জ সদর উপজেলা ছাত্রদল সদস্য সচিব আব্দুল্লাহ আদর, মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল আহাম্মেদ।

পরে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনের সহধর্মিণী নূর-ই-জান্নাত রুশনী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় মহিলাদল নেত্রী অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিনসহ নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জ,বেগম খালেদা জিয়া,মিলাদ ও দোয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত