
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশন পড়ায় মোটরসাইকেলের ধাক্কায় সুকুমার কাটানি (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুকুমার কাটানি উপজেলার কার্পাসডাঙ্গা মিশন পাড়া এলাকার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার সন্ধ্যায় সুকুমার কাটানি একই এলাকার বাসিন্দা সুখ চাঁদের মৃত্যু সংবাদ শুনে নিজ বাড়ি থেকে বের হয়। এরপর মৃতদেহ দেখে দর্শনা মজিবনগর মহাসড়ক পার হওয়ার সময় দর্শনা থেকে ছেড়ে আসা কার্পাসড়াঙ্গাগামী একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করেছে।