ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্টের চেষ্টা, রোহিঙ্গা যুবক আটক

নারায়ণগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্টের চেষ্টা, রোহিঙ্গা যুবক আটক

অন্যের জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট করার চেষ্টা করতে গিয়ে নারায়ণগঞ্জে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাচাই–বাছাইয়ের সময় তার পরিচয় নিয়ে সন্দেহ হলে কর্তৃপক্ষ তাকে আটক করে।

পাসপোর্ট আবেদনের সময় ওই যুবক নিজেকে মো. জামাল শেখ নামে পরিচয় দেন। তবে আবেদনের কাগজপত্র যাচাইয়ের এক পর্যায়ে তার চেহারা জাতীয় পরিচয় পত্রের ছবির সাথে অমিল দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে বিস্তারিত অনুসন্ধানে রোহিঙ্গা ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করা হলে তার আসল পরিচয়পত্র পাওয়া যায়, যেখানে ভিন্ন তথ্য উল্লেখ রয়েছে।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেছেন যে, তিনি রোহিঙ্গা নাগরিক এবং অবৈধভাবে অন্যের জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার চেষ্টা করেছিলেন।

ঘটনার পর তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জালিয়াতি ও ভুয়া পরিচয় ব্যবহারের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

তিনি আরও যোগ করেন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সংক্রান্ত জালিয়াতি ঠেকাতে যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে।

নারায়ণগঞ্জ,ভুয়া পরিচয়,পাসপোর্ট,রোহিঙ্গা,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত