ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যান বহিষ্কার, প্রশাসক নিয়োগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যান বহিষ্কার, প্রশাসক নিয়োগ

কিশোরগঞ্জের শতভাগ হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদগুলোর স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে তিন ইউনিয়ন পরিষদেই প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত একটি আদেশে এসব বলা হয়েছে।

আদেশ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জেলা প্রশাসক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৩(১) ধারার বিধান অনুযায়ী এবং পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত চেয়ারম্যানরা হলেন গোপদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান ভুঁইয়া ও বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

বহিষ্কৃত চেয়ারম্যানদের পরিবর্তে গোপদিঘী ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মিঠামইন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদিকুর রহমান।

ঘাগড়া ইউনিয়ন পরিষদে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে মিঠামইন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ভুঁইয়া মো. মাজহারুল ইসলামকে এবং বৈরাটি ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিঠামইন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ই.আ.ম. মামুন মজুমদার।

প্রশাসক নিয়োগ,ইউপি চেয়ারম্যান বহিষ্কার,কিশোরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত