ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

উত্তরায় অগ্নিকাণ্ড

একই আঙিনায় ৩ কবর: কান্নায় ভারী ঈশ্বরগঞ্জের দড়িপাঁচাশি গ্রাম

একই আঙিনায় ৩ কবর: কান্নায় ভারী ঈশ্বরগঞ্জের দড়িপাঁচাশি গ্রাম

রাজধানীর উত্তরায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় নিহতদের গ্রাম উপজেলার সদর ইউনিয়নের দড়িপাঁচাশিতে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হলেন— দড়িপাঁচাশি গ্রামের বাসিন্দা হারিস উদ্দিন (৫০), তার ছেলে ও উত্তরার একটি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র রাহাব চৌধুরী (১৭) ও হারিস উদ্দিনের ভাতিজি ও মাদ্রাসা শিক্ষার্থী রোদেলা (১৪)।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত হারিস উদ্দিন দীর্ঘ ৩০ বছর ধরে সপরিবারে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের জমজম টাওয়ার সংলগ্ন একটি সাততলা ভবনের ৫ তলায় ভাড়া থাকতেন। সেখানে তিনি দীর্ঘদিন ধরে ফলের ব্যবসা করে আসছিলেন। অগ্নিকাণ্ডের সময় তারা ওই ভবনেই আটকা পড়ে মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার তিনজনের মৃত্যুর সংবাদ ঈশ্বরগঞ্জে পৌঁছালে পুরো এলাকায় এক বিষাদময় পরিস্থিতির সৃষ্টি হয়। সরেজমিনে দেখা গেছে, নিহতের বাড়িতে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে। স্থানীয় মসজিদের আঙিনায় একই সাথে তিনটি কবর খনন করা হয়, যা দেখে উপস্থিত কেউই চোখের পানি ধরে রাখতে পারেনি।

নিহতদের স্বজনরা জানান, হারিস উদ্দিন কর্মঠ ও সজ্জন ব্যক্তি ছিলেন। ছেলের পড়াশোনা আর সুন্দর ভবিষ্যতের আশায় তিনি শহরে থেকেও শেকড়ের টানে নিয়মিত বাড়িতে যোগাযোগ রাখতেন। এভাবে পুরো পরিবারটি শেষ হয়ে যাবে তা কেউ কল্পনাও করতে পারেনি।

অগ্নিকাণ্ড,পরিবার,মৃত্যু,ঈশ্বরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত