ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জে মিলাদ, দোয়া মাহফিল ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জ সদরের শিলই ইউনিয়নের আকালমেঘ কেন্দ্রীয় জামে মসজিদ ও নূরানী হাফেজী কওমী মাদ্রাসা মাঠে শিলই ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের বিএনপি'র মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।

শিলই ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান শাহ সালাউদ্দিন ফারুকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মো. কামরুজ্জামান রতনের সহধর্মিণী নুর-ই-জান্নাত রুশনী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমদ, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক সরকার, বিএনপি নেতা ফরহাদ মোল্লা, বাহাউদ্দিন বেপারী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, শিলই ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক মো. ফরহাদ মোল্লা, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপির নেতা জাকির হোসেন জমাদার, বিএনপির নেতা নুরু মেম্বার, বিএনপির নেতা কাশেম খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনের সহধর্মিণী নূর-ই-জান্নাত রুশনী শীতার্তদের মাঝে চারশত কম্বল বিতরণ করেন। এ সময় মহিলা দলের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জ,খালেদা জিয়া,দোয়া,কম্বল বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত