ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াত আমিরের আগমন উপলক্ষ্যে গাইবান্ধায় প্রস্তুতি সভা

জামায়াত আমিরের আগমন উপলক্ষ্যে গাইবান্ধায় প্রস্তুতি সভা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাইবান্ধার পলাশবাড়ীতে আগমন উপলক্ষ্যে বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীলদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে শহরের জেলা জামায়াত অফিস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা কর্ম পরিষদ সদস্য গাইবান্ধা-৩ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল কবীর রানা, শহর আমির ফেরদৌস আলম ফিরোজ, সদর উপজেলা আর নুরুল ইসলাম মন্ডল প্রমুখ।

আগামী ২৪ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক জনসভায় বক্তব্য রাখবেন। জনসভাটি সকাল ৯টায় শুরু হয়ে সকাল ১১টায় শেষ হবে বলে জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে। এতে প্রায় দেড় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলেও আশা জেলা আমিরের।

এর আগে, আমিরে জামায়াত ২৩ তারিখ দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে জনসভা শেষে রংপুরে রাত্রিযাপন করবেন। ২৪ তারিখ সকালে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে গাইবান্ধার পলাশবাড়ীর জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

এই কর্মসূচির মধ্য দিয়ে উত্তরবঙ্গে নির্বাচনী আসনগুলোতে সুবাতাস বইবে বলেও আশা জামায়াতে ইসলামীর নীতিনির্ধারকদের।

জামায়াত আমির,গাইবান্ধা,প্রস্তুতি সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত