
ঢাকার মিরপুরে জামায়াতে ইসলামীর পক্ষে ‘প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে’ বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুরের পীরেরবাগ ৬০ ফিট এলাকার আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুই পক্ষের ‘জুনিয়র লেভেলের’ কর্মীদের মধ্যে হাতাহাতি ও কিল-ঘুষির ঘটনা ঘটেছে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে তাদের জ্যেষ্ঠ নেতা, সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। তারা বিষয়টি নিয়ে ‘আলোচনায় বসেছেন’ বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, “কয়েকজন আহতের খবর শুনতে পেয়েছি, তবে ‘সিলি ম্যাটার’, গুরুতর কিছু নয়।”
তিনি বলেন, “জামায়াতের পক্ষে নাকি নির্বাচনি প্রচারপত্র বিলি করা হচ্ছিল। তখন বিএনপি কর্মীরা বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে বাধা দেন। তারা বলছিলেন, নির্বাচনি প্রচার শুরুর আগেই এসব প্রচার করা যাবে না। এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি থেকে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।”
আবা/এসআর/২৫