
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠল চট্টগ্রাম রয়্যালস। শেখ মেহেদীর ফিনিশিংয়ে ৩ বল থাকতে বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে দলটি।
মঙ্গলবার বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে টস জিতে বোলিংয়ে নেমে রাজশাহীকে ১৩৩ রানে অলআউট করে দেয় চট্টগ্রাম। রাজশাহীর হয়ে ওপেনার তানজিদ তামিম ৩৭ বলে ৪১ রান করেন। শাহিবজাদা ফারহান ১৯ বলে ২১ রানের ইনিংস খেলেন।
৩০ রানের ওপেনিং জুটি পাওয়া রাজশাহী পরে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৮৬ রানে ৬ উইকেট হারায় তারা। ইনিংসের শেষ বলে অলআউট হয়ে যায় দলটি। রাজশাহীর হয়ে ১৫ বলে ৩২ রান করে পেসার আব্দুল গাফ্ফার সাকলাইন লড়াই করার পুঁজি এনে দেন।
জবাব দিতে নেমে ধীর ব্যাটিংয়ে ১১.৩ ওভারে চট্টগ্রামকে ৬৪ রানের ওপেনিং জুটি এনে দেন নাঈম শেখ ও রিফাত বেগ। নাঈম ৩৮ বলে ৩০ রান করে আউট হন। তিনটি চারের শট মারেন। রিফাত ৪৭ বলে ৪৫ রান করেন। তিনে নামা হাসান নওয়াজ ১৪ বলে ২০ রান যোগ করেন।
টপ অর্ডারে ধীরে রান ওঠায় শেষ দিকে ম্যাচ কিছুটা কঠিন হয়ে যায় চট্টগ্রামের জন্য। শেষ দুই ওভারে ১৯ রান দরকার ছিল বিসিবির দল চট্টগ্রামের। অধিনায়ক শেখ মেহেদী ৯ বলে ১৯ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন।
চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নেন শেখ মেহেদী হাসান ও আমির জামাল। আর একটি করে উইকেট পেয়েছেন পাঁচজন বোলার।
আবা/এসআর/২৫