ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ভোটারদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে: ঠাকুরগাঁওয়ে দেলাওয়ার 

ভোটারদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে: ঠাকুরগাঁওয়ে দেলাওয়ার 

ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় শুরা সদস্য দেলাওয়ার হোসেন বলেছেন, মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত। তিনি অভিযোগ করেন, এখন ভোটারদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। বিএনপির লোকজন বিভিন্ন জায়গায় গিয়ে হুমকি-ধামকি দিচ্ছে। তারা বলছেন, যদি দাঁড়িপাল্লায় ভোট দেন তাহলে সমস্যা আছে। ভোট দিবেন দাঁড়িপাল্লায় কিন্তু আমরা রেজাল্ট নিয়ে নেব, এমপি আমরা হয়ে গেছি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও রোডের বালিয়াডাঙ্গী মোড়ে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

দেলাওয়ার হোসেন বলেন, মানুষের অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। মানুষ বলছে আমরা ভোট দেবো। আমরা ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু ভোটাররা বলেছেন ভোট আপনাদের বুঝে নিতে হবে। আপনাদের সংরক্ষণ করতে হবে। ভোটারদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে।

তিনি বলেন, গতকাল হরিহরপুর মাদ্রাসায় একটি জনসভা ছিল। সেখানে আমি দেখলাম, মাদ্রাসা মাঠের চতুর্দিকে পয়েন্ট গুলোতে যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা লোকজনকে, ভোটারদেরকে আসতে দিচ্ছে না। এ ধরনের পরিবেশ বিরাজমান থাকলে মানুষ ভোট দিতে যাবে না।

প্রশাসনকে উদ্দেশ্য করে দেলাওয়ার হোসেন বলেন, প্রশাসন আমাদের বার বার আশ্বস্ত করছেন তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবেন। ভোটারদেরকে নির্বাচনী মাঠে আসার জন্য পরিবেশ তৈরি করবেন কিন্তু গত দুই দিনে আমরা যেটা লক্ষ্য করলাম, প্রশাসন ভোটারদের জন্য সে পরিবেশ তৈরি করতে পারেনি।

তিনি আরও বলেন,, বিএনপির পক্ষ থেকে অব্যাহতভাবে থ্রেট দেওয়া হচ্ছে। তবে আশার কথা হলো এতো থ্রেট, এতো হুমকি, এতো ভয় দেখানো হচ্ছে, তারপরে মানুষ সব কিছু উপেক্ষা করে গণসংযোগে আসছেন।

এ সময় জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোটার,আতঙ্ক,দেলাওয়ার হোসেন,ঠাকুরগাঁও-১,নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত