ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

কলকাতায় গুদামে ভয়াবহ আগুন, ২০ শ্রমিক নিখোঁজ

কলকাতায় গুদামে ভয়াবহ আগুন, ২০ শ্রমিক নিখোঁজ

চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা কালো ছাই, পুড়ে যাওয়া গুদাম ও কারখানায় পোড়া চামড়ার গন্ধ। দুর্ঘটনার প্রায় বারো ঘণ্টা পরেও এমনই ভয়াবহ ছবি ধরা পড়েছে কলকাতার আনন্দপুরের নাজিরাবাদের গুদামে। অগ্নিকাণ্ডের প্রায় ১৯ ঘণ্টা পার হলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (২৬ জানুয়ারি) রাত পর্যন্ত ধিকিধিকি করে আগুন জ্বলছিল ওই এলাকার দুটি বিশাল গুদামে।

সোমবার রাত ৯টা পর্যন্ত ঘটনাস্থল থেকে সাতটি দগ্ধ দেহাংশ উদ্ধার করা হয়েছে। এর আগে উদ্ধার করা হয়েছিল পুড়ে কঙ্কালসার হয়ে যাওয়া তিনটি দেহ। তবে মোট কতজনের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া দেহাংশগুলো মানুষের কি না, তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। ফরেনসিক পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। ভিসেরা রিপোর্ট না আসা পর্যন্ত মৃতের সংখ্যা ও পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য দেয়া যাবে না বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৫ জানুয়ারি) রাত ৩টা নাগাদ ওই গুদামগুলোতে আগুন লাগে। গুদাম দুটি একটি নামী মোমো প্রস্তুতকারী সংস্থার বলে জানা গেছে। সেখানে কোমল পানীয় ও শুকনো খাবারের প্যাকেট মজুত ছিল। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ওই দুই গুদামের ভেতরে একাধিক শ্রমিক রাতে ঘুমাচ্ছিলেন। আগুন লাগার সময় তারা ভেতরেই আটকে পড়েন।

আগুন নেভাতে দমকলের ১২টি ইঞ্জিন কাজে লাগানো হয়। দমকল ও পুলিশকে ঘণ্টার পর ঘণ্টা আগুনের সঙ্গে লড়াই করতে হয়েছে। তবুও সোমবার রাত পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

আবা/এসআর/২৫

কলকাতা,গুদাম,আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত