
জুলাই শহীদদের সম্মান প্রদর্শণ করে হ্যাঁ ভোটের প্রচারণার লক্ষ্যে রংপুরে ৩৬ জুলাই স্তরে নারী ও পুরুষের জন্য আলাদা বুথের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি, হ্যাঁ ভোটের প্রচারণার জন্য লিফলেট বিতরণ, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বাসেডর নিয়োগ, ব্যানার ও ফেস্টুন টাঙানো, রংপুর জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হ্যাঁ ভোটের প্রচারণার জন্য সকল শ্রেণি-পেশার মানুষের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ ও হ্যাঁ ভোটের গুরুত্ব বুঝিয়ে উদ্বুদ্ধকরণ—এই ৫টি পদক্ষেপকে সামনে রেখে রংপুরে জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১২টায় নগরীর জুলাই-৩৬ চত্বরে এনসিপি রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি রংপুর জেলা শাখার আহ্বায়ক মো. আল মামুন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিশেষ করে গণভোট নিয়ে ভোটারদের মাঝে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য নির্বাচনী সংসদ সদস্য প্রার্থীরা তাদের নিজস্ব প্রতীকের ভোটে প্রচারণা নিয়ে ব্যস্ত থাকায় হ্যাঁ/না ভোটের বিষয়ে ভোটাররা সঠিক দিকনির্দেশনা পাচ্ছে না।
আল মামুন আরও বলেন, গণভোট বিষয়টি নতুন প্রজন্ম ও সাধারণ ভোটারদের কাছে সহজ করে উপস্থাপন করার জন্য আমরা তাদের দোরগোড়ায় যেতে চাই। এজন্য ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে যেহেতু সাধারণ শিক্ষার্থী ও সকল শ্রেণি-পেশার মানুষ এ আন্দোলনে অংশ নিয়েছিল, বিধায় এটি সফল হয়েছিল। তাই গণভোটে সকলের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক শান্তি কাদেরী, শরিফ হোসেন মনা, যুগ্ম সদস্য সচিব রোস্তম আলী, জেলা যুগ্ম সদস্য সচিব রেদওয়ানসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।