ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

৭ ফেব্রুয়ারি জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির 

৭ ফেব্রুয়ারি জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৭ ফেব্রুয়ারি তাঁর নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়ায় যাচ্ছেন। এই সফর উপলক্ষে ওইদিন বেলা ১১টার দিকে কুলাউড়া শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক প্রভাষক বেলাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ৭ ফেব্রুয়ারি জামায়াত আমিরের সিলেট বিভাগে চারটি কর্মসূচি রয়েছে। এর মধ্যে সকাল ১০টায় হবিগঞ্জে, বেলা ১১টায় কুলাউড়ায় নির্বাচনী জনসভা, দুপুরে সুনামগঞ্জ এবং বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশগ্রহণ করবেন।

তিনি আরও জানান, জন্মভূমিতে জামায়াতের আমিরের আগমনকে কেন্দ্র করে কুলাউড়াসহ মৌলভীবাজার জেলার দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শুরু করেছেন জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

তিনি বলেন, জেলার কুলাউড়ার এই নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে।

এছাড়া মৌলভীবাজার-০২ (কুলাউড়া) আসনটি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের জন্মভূমি হওয়ায় এ আসনটিকে দলীয়ভাবে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই এই আসনটি পেতে দলীয়ভাবে সার্বিক চেষ্টা চালানো হচ্ছে।

জামায়াত আমির,জন্মভূমি কুলাউড়া,৭ ফেব্রুয়ারি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত