
মুন্সীগঞ্জ-২ আসনে শাপলা কলি প্রতীকের পক্ষে টংগিবাড়ি উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন জামায়াত-এনসিপি মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী মাজেদুল ইসলাম-সহ জামায়েতের নেতাকর্মীরা।
বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার সপ্তম দিন টংগিবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর চৌরাস্তা ও আব্দুল্লাহপুর বাজারে পথসভায় বক্তব্য রাখেন তিনি।
এ সময় মাজেদুল ইসলাম ভোটারদের উদ্দেশ্যে বলেন, নতুন বাংলাদেশ গড়তে আপনাদের পাশে চাই। দেশের উন্নয়নে লক্ষ্যে শাপলা কলিতে ভোট দিন। আমরা সব ধরনের জোর-জুলুমের বিরুদ্ধে, এই এলাকায় কিছু সমস্যা রয়েছে যেমন মাদক, ভাঙা রাস্তা, বেকারত্বসহ যানজটের সমস্যা। নির্বাচিত হলে এই সমস্যা সমাধা করা হবে। এখনও এর অনেক জায়গা নাগরিকসেবা থেকে বঞ্চিত। আমরা পুরো মুন্সীগঞ্জ ২ আসনকে এই অব্যবস্থাপনা থেকে মুক্ত করবো।
এনসিপির এ প্রার্থী স্থানীয় জনসাধারণের সমস্যা, শংকাসহ বিভিন্ন বিষয় খোঁজ নেন এবং ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। পাশাপাশি বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে শাপলা কলির পক্ষে ভোট চান।
এসময় তার সাথে এনসিপির ও জামায়াতের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।