
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব আনুষ্ঠানিকভাবে উপজেলার সাঁড়া ইউনিয়নে প্রচারণা শুরু করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি এ প্রচারণা শুরু করেন।
বুধবার বিকেলে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে ধানের শীষ প্রতীকের প্রচারণা অফিসের উদ্বোধন করা হয়।
এ সময় ধানের শীষ সম্বলিত লিফলেট প্রত্যেকের হাতে তুলে দেন তিনি এবং তাদের কাছে ভোট চান। নির্বাচনি প্রচারণার সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
এর আগে প্রচারণা শুরুর সময় উপজেলার ঐতিহ্যবাহী আরামবাড়িয়া বাজার এলাকায় হাবিবুর রহমান হাবিব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আপনারা যারা বিএনপিকে ভালোবাসেন আমার বিশ্বাস তারা ধানের শীষের পক্ষে ভোট করবেন। ধানের শীষ আপনাদের, নির্বাচন করার জন্য দলের চেয়ারম্যান তারেক রহমান আমার হাতে তুলে দিয়েছেন। বেগম খালেদা জিয়ার কবরের মাটি এখনো শুকায় নাই, তারেক রহমান দেশে এসেছে, ছোটবেলা বাবাকে হারিয়েছে, ভাইকে হারিয়েছে, মার সঙ্গে একবেলা টেবিলে বসে ভাত খেতে পারে নাই, মাকে আম্মা বলে ডাক দিয়েছে, মা কথার জবাব দিতে পারে নাই, এমতাবস্থায় সারা বাংলাদেশের মানুষ যেখানে তারেক রহমানের প্রতি বিশ্বাস রেখে দেশ গড়বে বলে দেশের মানুষ এক হয়েছে। কিছু পথভ্রষ্ট নেতাকর্মী দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।