
নোয়াখালী-৩ আসনের ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করছেন।
বুধবার রাত ৮টায় চৌমুহনী তারা মঞ্জিল কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বোরহান উদ্দিন নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা চান। এছাড়া আগামী শুক্রবার সকালে নোয়াখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বলেও জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন, জেলা জামায়াতের সাবেক আমির ও কুমিল্লা অঞ্চলের টিম সদস্য মাওলানা আলাউদ্দিন, নাসিমুল গনি মহল, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবু জাহেদ, খেলাফত মজলিস, এনসিপিসহ জোটের নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।