ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে তারেক রহমানের নির্বাচনী জনসভা শুক্রবার

রংপুরে তারেক রহমানের নির্বাচনী জনসভা শুক্রবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় আগামীকাল শুক্রবার (২৯ জানুয়ারি) রংপুরে যাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে সেই নির্বাচনী জনসভার জন্য তৈরি করা হচ্ছে মঞ্চ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে গিয়ে দেখা যায় শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। এই নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য মঞ্চ সজ্জা কমিটির সদস্যরা সকাল থেকেই মঞ্চ তৈরির সরঞ্জাম নিয়ে এসেছেন মাঠে। নির্বাচনী জনসভার মাঠকে ঘিরে কয়েক কিলোমিটার জুড়ে মাইক টাঙানো হচ্ছে।

এদিকে মাঠের ও নির্বাচনী জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে দিয়েছে। ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে মাঠ পরিদর্শন করা হয়েছে। পুলিশের পোশাকের পাশাপাশি সাদা পোশাকে বাড়ানো হয়েছে নজরদারি।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার জন্য মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে স্যাররা মাঠ পরিদর্শন করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে কাজ করছে পুলিশ।

দলীয় সূত্রে জানা যায়, ৩০ জানুয়ারি শুক্রবার বিকেল পৌনে ৪টায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে বিকেল সাড়ে ৪টায় রংপুর নগরীর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগদিবেন তিনি। এরপর সন্ধ্যায় বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং নাজ গার্ডেনে তিনি রাত্রিযাপন করবেন।

অন্যদিকে তারেক রহমানের সফরকে ঘিরে ইতোমধ্যে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা ও মাঠ পরিদর্শন করেছেন নেতৃবৃন্দ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এই সফর রংপুরে বিএনপির জন্য ‘টনিকের মতো’ কাজ করবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

এ বিষয়ে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও পীরগঞ্জ-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান বিকেলে পীরগঞ্জে আসবেন। সেখানে তিনি জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে তিনি রংপুরের নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এ নিয়ে আমাদের প্রস্তুতি চলছে। দলীয় নেতাকর্মীসহ রংপুরের মানুষ উদগ্রীব হয়ে আছেন তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। তার সফর বিএনপির প্রার্থীদের জন্য বাড়তি পাওয়া বলে জানান তিনি।

তারেক রহমানের আগমন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর মহানগর পুলিশের পুলিশ কমিশনার আব্দুল মজিদ আলী।

তিনি বলেন, “সমাবেশ ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটতে পারে সেদিকে আমাদের নজর আছে এবং ট্রাফিক ব্যবস্থাও ভালো আছে। সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।”

রংপুর,তারেক রহমান,নির্বাচনী জনসভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত