ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

পাবনায় নির্বাচন কর্মকর্তাকে অপসারনের দাবিতে সংবাদ সম্মেলন

পাবনায় নির্বাচন কর্মকর্তাকে অপসারনের দাবিতে সংবাদ সম্মেলন

পাবনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারনায় নারী কর্মীদের হয়রানি ও বাধা প্রদানের প্রতিবাদ-সহ সদর উপজেলা নির্বাচন অফিসারের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পাবনা-৫ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে শহরের বাসটার্মিনাল এলাকায় জামায়াত প্রার্থীর প্রধান নির্বাচনী অফিসে এ সংবাদ সম্মেলন করা হয়।

জামায়াত মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, পাবনা সদর উপজেলা নির্বাচন অফিসার মাহমুদা খাতুন তথ্য গোপন করে নিজ জেলাতেই কর্মরত রয়েছেন এবং নির্বাচনী দায়িত্ব পালন করছেন। তাকে দ্রুত অপসারণের দাবি ও একই সাথে নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী অফিসারদের লটারির মাধ্যমে দায়িত্ব বন্টন করার দাবি করে তিনি বলেন, কোনো প্রকারের পক্ষপাতিত্ব মেনে নেয়া হবেনা।

একই সাথে নির্বাচনী প্রচার প্রচারনায় জামায়াতের নারী কর্মীদের বিভিন্ন এলাকাতে নানাভাবে হয়রানিসহ নির্বাচনী প্রচার কাজে বাধা প্রদান করার অভিযোগ করে তিনি বলেন, প্রশাসনকে অবহিত করার পরেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। সম্প্রতি সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে ধানের শীষের মনোনীত প্রার্থী কর্তৃক হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করে তিনি বিষয়টির দ্রুত তদন্ত করে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনকে অনুরোধ করেন।

তিনি আরো বলেন, প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছেন। প্রশাসনের এই ধরনের আচরণ নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নষ্ট করছে। তাই নির্বাচনের সুষ্ঠ পরিবেশের জন্য বিষয়গুলো দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়।

পাবনা,নির্বাচন কর্মকর্তা,সংবাদ সম্মেলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত