ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ধান কেটে মোটরসাইকেলে নিয়ে দাঁড়িপাল্লায় মাপা যাবে না: হাবিব

ধান কেটে মোটরসাইকেলে নিয়ে দাঁড়িপাল্লায় মাপা যাবে না: হাবিব

ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ঈশ্বরদী পৌর এলাকার মশুড়িয়া পাড়ায় প্রচারণা শুরু করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি এ প্রচারণা শুরু করেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ঈশ্বরদী পৌর এলাকার আকবরের মোড়ে মশুড়িয়া পাড়ায় ধানের শীষ প্রতীকের প্রচারণায় উঠান বৈঠক করে ভোটারদের কাছে ধানের শীষের লিফলেট পৌঁছে দেন তিনি।

হাবিবুর রহমান হাবিব বলেন, পাকা ধান কেটে মোটরসাইকেলে করে নিয়ে গিয়ে দাঁড়ি পাল্লায় মাপা যাবে না। আপনারা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। দীর্ঘ ১৭ বছর জেল জুলুম নির্যাতন হুমকি-ধামকি উপেক্ষা করে রাজনীতির মাঠে প্রহরীর মতো কাজ করেছেন। সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের আদর্শকে বুকে লালন-ধারণ করেছেন। এই সকল নেতাকর্মী আজ যদি ধানের শীষের বিপক্ষে গিয়ে কাজ করেন তাহলে আগামীতে আপনারা বিএনপির রাজনীতিতে ফিরতে পারবেন না।

তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা কেউ ধানের শীষে ভোট দিতে পারেননি। আওয়ামী লীগ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল। আজ দেশে ফ্যাসিস্ট সরকার নেই। এখন সময় এসেছে, নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণ ভাবে আপনার ভোট ধানের শীষে দিতে পারবেন। কিন্তু কতিপয় স্বার্থন্বেষী ব্যক্তি ধানের শীষের বিপক্ষে কাজ করছেন। বিএনপি'র রাজনীতি করতে চাইলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এখনো সময় আছে বিপথে না থেকে ধানের শীষের প্রচারণায় শামিল হবেন। সারা বাংলাদেশে ধানের শীষের জোয়ার এসেছে। এ জোয়ারকে ধরে রাখতে আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি পুনরুদ্ধার করে তারেক রহমানকে উপহার দেবেন।

নিরব হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান বক্তার বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌরসভার নির্বাচিত পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোখলেসুর রহমান বাবলু।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহসান হাবিব, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপি'র সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ ওমর খান সুমার, যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা প্রমুখ।

ধান,মোটরসাইকেল,দাঁড়িপাল্লা,হাবিব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত