ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে সেচের নালা থেকে কৃষকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে সেচের নালা থেকে কৃষকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের মিঠামইনে মতি মিয়া (৬২) নামের এক কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) সকালে একটি সেচের নালা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মতি মিয়া মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের সিহারা গ্রামের তোতা মিয়ার ছেলে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, শনিবার সকালে স্থানীয় লোকজন ঢাকী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি সেচের নালায় মতি মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

মরদেহের গলা কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে, প্রাথমিকভাবে তা জানা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

কৃষকের মরদেহ উদ্ধার,সেচের নালা,কিশোরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত