ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া ও বিক্ষোভ

ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া ও বিক্ষোভ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে নিহতের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

পরে মিনি স্টেডিয়াম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল।

তিনি বলেন, নিরপরাধ একজন ইসলামী নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত না হলে জনগণ রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মী, স্থানীয় আলেম-ওলামা এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি (বুধবার) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ার দখলকে কেন্দ্র করে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হন। পরে ওইদিন রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম মারা যান।

এ ঘটনায় শনিবার দুপুরে নিহতের স্ত্রী মারজিয়া বেগম বাদী হয়ে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ২৩১ জনকে স্বনাম ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

দোয়া ও বিক্ষোভ মিছিল,জামায়াত নেতা হত্যা,ঝিনাইগাতী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত