ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

পীরগঞ্জে ভূতাত্ত্বিক কূপ খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

পীরগঞ্জে ভূতাত্ত্বিক কূপ খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

রংপুরের পীরগঞ্জে দীর্ঘ প্রতীক্ষার পর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উদ্যোগে ভূতাত্ত্বিক কূপ (জিডিএইচ-৭৯/২০২৫) খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম।

এ উপলক্ষে উপজেলার শানেরহাট ইউনিয়নের ভেলামারীতে কূপ খননকৃত স্থানে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক ছাড়াও আরও বক্তব্য রাখেন জিএসবি’র মহাপরিচালক আব্দুল মান্নান, উপ-মহাপরিচালক আলী আকবর, ভূতাত্ত্বিক দলপ্রধান আশরাফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, উপ-মহাপরিচালক-১ (এক্সপ্লোরেশন চিফ) আলী আকবর, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের এমডি আরিফ মাহমুদ প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর পাক-ভারত যুদ্ধের পরপরই তৎকালীন পাকিস্তান খনিজ সম্পদ বিভাগ উপজেলার ভেলামারী মাঠ থেকে পূর্ব উত্তরে কেশবপুর, ছোট পাহাড়পুরের তিন কিলোমিটার এলাকা এবং পশ্চিমে পবনপাড়া, দক্ষিণে সদরা কুতুবপুর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় অসংখ্য স্থানে পাইপ বসিয়ে লোহার খনির সন্ধান লাভ করে।

এ সময় অনুসন্ধান কাজে পাইপের ভেতর দিয়ে মাটির গভীরে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকার অনেকের মাটির কুয়া অর্থাৎ ইন্দিরা ভেঙে পড়ে।

দ্বিতীয় বছর পাইপ খননের মাধ্যমে দ্বিতীয় দফা জরিপ সম্পন্ন করে তারা চলে যায়। পরবর্তীতে ২০০০ সালের প্রথম দিকে পেট্রোবাংলা থেকে দ্বিতীয় দফা অনুসন্ধান কাজ চালানো হয়। পূর্বে আবিষ্কৃত লৌহ খনির উৎসমুখে ভেলামারী স্থান হতে প্রায় চার কিলোমিটার দূরে পাহাড়পুর গ্রামের পূর্ব প্রান্তে পরীক্ষামূলক খনন কাজ করে আকস্মিকভাবে চলে যান সংশ্লিষ্ট খননকর্মীরা। এরপর লৌহখনির অবস্থান ও উত্তোলনে ব্যাপকভাবে কোনো অনুসন্ধান চালানো হয়নি।

আবারও শনিবার উক্ত এলাকায় কূপ খননের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আনুষ্ঠানিক উদ্বোধন,কূপ খনন কার্যক্রম,পীরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত