অনলাইন সংস্করণ
১৮:১৩, ১১ ডিসেম্বর, ২০২৫
আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম–খুনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের এক মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ জানুয়ারি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল শুনানি শেষে রাষ্ট্রপক্ষের সময় আবেদন গ্রহণ করে এই আদেশ দেন।
এর আগে, গত ২৬ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ানো হয়েছিল। মামলার ১১ আসামির মধ্যে চারজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন– ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও জিয়াউল আহসান। বাকি আসামিদের নাম প্রকাশ করা হয়নি।
এ মামলায় আজ বৃহস্পতিবার জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের জানান, গুমের অভিযোগে দায়ের করা একটি বিবিধ মামলা (মিস কেস) দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। এই মামলার অংশ হিসেবে এখন পর্যন্ত দুটি ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে, যেখানে ২৫ সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ মোট ২৮ জনকে আসামি করা হয়েছে। আরেকটি অংশের (যে মামলার শুনানি হয়েছে) তদন্ত চলছে। সেই তদন্তও শেষ পর্যায়ে আছে।
তিনি আরও জানান, এ মামলায় কিছু আসামির নাম ওই দুটি মামলায় আসামি হিসেবে চলে এসেছে। তাই তাদের আর এই মামলায় যুক্ত করা হবে না।