ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

গুম ও শতাধিক হত্যা

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও শতাধিক হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর শাইখ মাহদী। এ সময় প্রসিকিউটর মঈনুল করিমসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

এদিকে, জিয়াউল আহসানের বিরুদ্ধে আরও ৩ শতাধিক মানুষকে হত্যার অভিযোগে পৃথক তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

তিনি আরও জানান, সেনাবাহিনীর নিয়ম ভেঙ্গে আওয়ামী সরকারের সাথে যোগসাজস করে বিভিন্ন অপকর্ম করতেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। আওয়ামী আমলে বিএনপির অনেক ব্যক্তি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গুম ও নির্যাতনের মুল মাস্টার মাইন্ড ছিলো জিয়াউল।

সেনা কর্মকর্তা,জিয়াউল আহসান,গুম,হত্যা,খুন,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল,প্রসিকিউশন,অভিযোগ দাখিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত