ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকারসহ চারজনের নিয়োগ বাতিল

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকারসহ চারজনের নিয়োগ বাতিল

একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করেছে সরকার। এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগ বাতিল হওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জুলফিকার আলম শিমুল। আর সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি পাওয়া তিনজন হলেন—ইব্রাহিম খলিল, মো. আইয়ুব আলী এবং মো. মন্টু আলম।

সোমবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এসব প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে তাদের নিয়োগ আদেশ বাতিল করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনার দায়িত্ব পালন করে থাকেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল,সহকারী অ্যাটর্নি জেনারেল,নিয়োগ বাতিল,সরকার,আইন মন্ত্রণালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত