ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে ড্রেন থেকে ৪০ তাজা ককটেল উদ্ধার, আটক ১

মুন্সীগঞ্জে ড্রেন থেকে ৪০ তাজা ককটেল উদ্ধার, আটক ১

মুন্সীগঞ্জ শহরের বৈখর এলাকায় ড্রেন ও বসতবাড়ি থেকে বালতি ভর্তি প্রায় ৪০টি তাজা ককটেল, ২টি পাসপোর্ট, ১টি মোবাইল, ধারালো ছুরি ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। এসময় একজনকে আটক করা হয়।

রোববার (২ নভেম্বর) দুপুর ৩টার দিকে পৌরসভার বৈখর এলাকার সেলিনা আক্তারের ভাড়াটিয়া আনোয়ার হোসেনের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মো. হাসান বেপারী (৩৬) মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকার মৃত আবুল কাশেম বেপারীর পুত্র। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিপন হোসেন পাটোয়ারির ভাগ্নী জামাই।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি আরও জানান, আনোয়ার হোসেনের টিনের বসতঘরের পাশে কাজ করতে গিয়ে ড্রেনের ভেতর বালতিতে ককটেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সেনাবাহিনীর ১৯ বীর, মুন্সিগঞ্জ সদর ক্যাম্পের নেতৃত্বে ড্রেন ও আনোয়ার হোসেনের বসতবাড়ি থেকে এসব উদ্ধার হয়। এ ঘটনায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

মুন্সীগঞ্জ,ড্রেন,ককটেল,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত