ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জ পৌর এলাকায় ৮ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে অটোভ্যান চালক সাব্বির হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে পৌর এলাকার মাছুমপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত সাব্বির ওই মহল্লার খোরশেদ আলমের ছেলে।

সদর থানার ওসি (তদন্ত) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই যুবক সাব্বিরের স্ত্রী খলিফার (দর্জি ও প্রশিক্ষক) কাজ করে। মঙ্গলবার সন্ধ্যা রাতে কাপড় সেলাইয়ের জন্য প্রতিবেশী এক নারী শিশু মেয়েকে নিয়ে তাদের বাড়িতে আসে। এ সময় ওই শিশুকে চিপস কিনে দিয়ে বাথরুমের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক। ধর্ষণের চেষ্টাকালে ওই শিশুর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসে। তারা সাব্বিরকে আটক করে জরুরি সেবা-৯৯৯ এ ফোন দেয়। ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,শিশু ধর্ষণ,যুবক গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত