ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০৪২

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০৪২

সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ২ হাজার ৪২ জনকে গ্রেপ্তার করা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ১ হাজার ৭৪ জন এবং ‘ডেভিল হান্ট ফেইজ–২’ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৯৬৮ জনকে।

অভিযানকালে বিভিন্ন ধরনের অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে— একটি শটগান, তিনটি ককটেল, চারটি দেশীয় অস্ত্র, পাঁচটি ককটেল, একটি ম্যাগাজিন, দুইটি বার্মিচ চাকু, একটি এলজি, এক রাউন্ড কার্তুজ, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, দুই রাউন্ড কার্তুজ, ১৩ রাউন্ড খালি কার্তুজ, চারটি বিস্ফোরিত গ্যাসসেল, দুইটি অবিস্ফোরিত গ্যাসসেল, একটি বিদেশী রিভলবার, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড কার্তুজ, তিন রাউন্ড গুলি ও আটটি দেশীয় অস্ত্র।

সারাদেশ,বিশেষ অভিযান,গ্রেপ্তার,পুলিশ,অস্ত্র উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত