ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় দুই নাশকতা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

চুয়াডাঙ্গায় দুই নাশকতা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে দুই জন নাশকতা মামলার আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আলমডাঙ্গা উপজেলার জিহালা বাবুপাড়া গ্রামের সুজাউদ্দিনের ছেলে এবং নাশকতা মামলার আসামি সোহেল তিতুমীর (৫৪), উপজেলা শহরের শেখপাড়া এলাকার নাছের আলীর ছেলে বকুল মিয়া (২৪), সদর উপজেলার শংকর চন্দ্র গ্রামের মৃত শুকুর আলীর ছেলে সেলিম রেজা (৪৫),দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের খোকন মেম্বারের ছেলে এবং নাশকতা মামলার আসামি সজীব (২৬) ও জীবন নগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে লিয়াকত আলী (৪৮)।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশে বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ দল জেলার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার দুই আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের আজ শুক্রবার সকালে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।

চুয়াডাঙ্গা,নাশকতা মামলা,আসামি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত