ঢাকা রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বুইস্যা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বুইস্যা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট ও কুখ্যাত বুইস্যা বাহিনীর প্রধান শহীদুল ইসলাম প্রকাশ বুইস্যাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার রাত পৌনে ১০টায় চান্দগাঁও থানাধীন ফিনলে সাউথ সিটি এলাকার দিগন্ত খাজা টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুইস্যা ভোলার দৌলতখান এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে পাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোলশহর এলাকায় বসবাস করেন।

র‌্যাব-৭ জানায়, ২১ জুলাই চান্দগাঁও থানাধীন কাঁচাবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপ ‘টেম্পো’ ও ‘বুইস্যা’ বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়। এসময় র‌্যাব অভিযান চালিয়ে বুইস্যা গ্রুপের ১১ সদস্যকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ ও থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ গ্রেপ্তার করে। তবে ঘটনাস্থল থেকে বুইস্যা পালিয়ে যায়। গত ৪ অক্টোবর বুইস্যার অন্যতম সহযোগী মুন্না পাঁচলাইশ থানাধীন বাদুরতলা এলাকায় একটি গ্যারেজের সামনে চাঁদার দাবিতে প্রকাশ্যে গুলি ছোড়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচিত হয়।

গ্রেপ্তার বুইস্যা জিজ্ঞাসাবাদে জানায়, চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় অস্ত্র ব্যবসা, ইয়াবা ও মাদক কারবারসহ কিশোর গ্যাং দিয়ে সে চাঁদাবাজি করে। কেউ বাধা দিলে তুলে নিয়ে বহদ্দারহাট কাঁচাবাজার দিগন্ত খাজা টাওয়ার এলাকায় নিজস্ব আস্তানায় টর্চার সেলে নির্যাতন চালাতো। তার বিরুদ্ধে চান্দগাঁও, পাঁচলাইশ ও চকবাজার থানায় অস্ত্র, চাঁদাবাজি, নাশকতা এবং মাদক সংক্রান্ত ৪২টি মামলা রয়েছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, শনিবার রাতে চান্দগাঁওয়ের ফিনলে সাউথ সিটি এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট শহিদুল ইসলাম প্রকাশ বুইস্যাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, চান্দগাঁও এলাকায় বুইস্যা এবং টেম্পু গ্রুপের সদস্যরা অধিকাংশ সময় আধিপত্য নিয়ে প্রকাশ্যে গোলাগুলি, চাঁদাবাজি, ছিনতাই, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে লিপ্ত থাকে। গত ২০ ডিসেম্বর যৌথবাহিনী ইসমাইল হোসেন টেম্পুকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম,শীর্ষ সন্ত্রাসী,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত