
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রমতে উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১০ লাখ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন— নারায়ণগঞ্জ সদর মডেল থানার খানপুর সর্দারপাড়ার আফসার উদ্দিনের পুত্র আল আমিন (২৭), ফতুল্লা মডেল থানার পিলকুনী এলাকার সামছুল মিয়ার মেয়ে মীম (২৫) ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মধ্যপাড়ার খায়রুল ইসলামের মেয়ে শারমিন আক্তার (২৪)।
সোমবার দিবাগত রাত ১০টার দিকে ফতুল্লা মডেল থানার পিলকুনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) হাসানুজ্জামানের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে পিলকুনি এলাকায় অভিযান চালিয়ে আল আমিন, মীম ও শারমিন আক্তার-কে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে ফতুল্লা পুলিশ।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, মাদক, ডেভিল হান্ট-সহ নিয়মিত অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পিলকুনী এলাকায় অভিযান চালিয়ে ওই ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।